
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং লীডার তানজিল ও ০৪ সহযোগী গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কাঠপট্টি সড়ক খন্দকার ডকইয়ার্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই সূত্র ধরে অদ্য ২১ এপ্রিল ২০২৩ ইং তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কাঠপট্টি সড়ক খন্দকার ডকইয়ার্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং চক্রের লীডারসহ ০৫ সদস্য ১। মোঃ তানজিল (২১), পিতা-হারুন-অর-রশিদ, মাতা-তাসলিমা বেগম, সাং-১নং বউবাজার, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি- সাং- পৌরসভা আরসিম গেট, ২৩ নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ২। শ্রী সুমন চন্দ্র (২৩), পিতা- শ্রী সংকরাম চন্দ্র, মাতা-সুমতি রানী, সাং-নাগাইহাট, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-শ্রী কালু মালিকের কর্মচারী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ সাব্বির রহমান @ শুভ (২১), পিতা-মোঃ লিটন, মাতা-রশিদা বেগম, সাং-বাড়েই পাড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৪। বিজয় দে (১৯), পিতা-প্রদীপ দে, মাতা-বেলা রানী দে, সাং- কামরাঙ্গীরচর, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- পশ্চিম দেওভোগ, ওয়ার্ড নং-১৪, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ৫। পিলটন সরকার (২২), পিতা-মৃত নীরাঞ্জন সরকার, মাতা-বিধু সরকার, সাং-পীরের বাড়ী, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-দেওভোগ পানির ট্যাংকি হিন্দু পট্টি (জীবন মিয়া এর বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জ’দেরকে ০১ টি সুইচ গিয়ার, ০২ টি লোহার তৈরী পাইপ এবং ০২টি কাঠের লাঠি উদ্ধার সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
–বার্তা প্রেরক–
এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার
উপ-পরিচালক কোম্পানী কমান্ডার
র্যাব-১১, সিপিসি-১,নারায়ণগঞ্জ