
আশরাফুর রহমান হাকিম ,নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের কালকিনিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড.আব্দুস সোবহান গোলাপ।
সোমবার (০১ মে ) দুপুরে কালকিনির রমজানপুর ইউনিয়নে এমপির নিজ বাসভবনে মাদারীপুরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক মিলন মেলায় পরিণত হয়।
পরে সকলের সম্মানার্থে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় এমপি গোলাপের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মাসুদ আলম সহ মাদারীপুরের সকল উপজেলার ইউএনও এবং অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।