
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় বিশ্রামপুর দিঘীরকোন গ্রামে একটি পরিবার কে মিথ্যা, মনগড়া মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
মামলায় ভূক্তভোগী পরিবারের সদস্য দুধ কুমার সিংহ জানান, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল চন্দ্র বর্মণ জমিজমা কে কেন্দ্র করে আমি সহ আমাদের পরিবারের ৫ জন সদস্য কে পর্যায়ক্রমে ৫ টি মামলা দিয়ে হয়রানি করছে ।সর্বশেষ মামলা নং সি,আর ৯৯/২০২৩ (বালিয়াডাঙ্গী)।এ
মামলায় বিশ্রামপুর দিঘীরকোন গ্রামের বাসিন্দা মামলাবাজ নির্মল চন্দ্র সিংহ আমাদের পরিবারের ৫ জন সদস্য কে মিথ্যা, ভিত্তিহীন মামলা দিয়ে বারবার হয়রানি সহ আমাদের কে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন বলে জানান ভূক্তভোগী পরিবার।
গত ১৯/০৪/২০২৩ জমিজমা কে কেন্দ্র করে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্রামপুর দিঘীরকোন গ্রামের নির্মল চন্দ্র বাদী হয়ে একই গ্রামের মৃত উপেন্দ্র নাথ সিংহের ছেলে দুধ কুমার সহ পরিবারের ৪ জন সদস্য কে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।মামলায় মারামারি সহ চুরির যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, মনগড়া ভিত্তিহীন। মামলায় একই পরিবার কে বারবার হয়রানি এবং একই ব্যক্তিকে সুবিধা দিয়ে সাক্ষী বানিয়ে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছেন বলে জানান দুধ কুমার সিংহ। এসকল মামলায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অব্যাহতি চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বিশ্রামপুর দিঘীরকোন গ্রামের ২৮ জন বাসিন্দা নির্মল চন্দ্র সিংহের করা মামলা মিথ্যা,বানোয়াট ও হয়রানি মূলক হওয়ায় বিবাদীদের অব্যাহতি চেয়ে গণ স্বাক্ষর করে প্রতিকার চেয়েছেন।
এ বিষয়ে মামলার ১ নং সাক্ষী কুথারুর কাছে জানতে চাইলে বলেন, আমি বাড়িতে ছিলাম না এব্যাপারে আমি কিছু জানি না।