
প্রেস রিলিজ
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে প্রতারণা মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক গত ০৪ মে ২০২৩ খ্রিঃ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর সাকিনস্থ মুনিয়া স্টোর নামক মুদি দোকানের সামনে হতে প্রতারণা মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমিন (৪১), পিতা- মৃত হাজী মাওলানা আঃ হক’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আমিন (৪১) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঙ্গলেরগাও এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী মোঃ আমিন (৪১) ২০১৬ সালে মামলার বাদী আবু তাহের মেম্বার এর নিকট থেকে হজ্জ্ব এজেন্সির ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে ৪০ লাখ টাকা আত্মসাত করে। গ্রেফতারকৃত আমিন বাদীকে দীর্ঘ ০৫ বছর যাবত তার টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করতে থাকে।
বাদী তার টাকা না পেয়ে অসহায় হয়ে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং-১৬৭/২১, সেশন নং-১২৬/২২। এছাড়াও আরো জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আমিন (৪১) একজন পেশাদার প্রতারক। সে অভিনব কৌশলে সমাজের সম্ভ্রান্ত লোকদের নিকট থেকে প্রতারণামূলকভাবে অর্থ আতœসাৎ করে। টাকা-পয়সা নিয়ে প্রতারণার জন্য আসামী মোঃ আমিন (৪১) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী মোঃ আমিন (৪১)’কে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে গ্রেফতারকৃত আসামী মোঃ আমিন (৪১) দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।