
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের সিংড়া উপজেলার ১২ জন রোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৪ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে নিজ বাস ভবনে ভার্চুয়ালে যুক্ত হয়ে এই চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় আগত ব্যক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান প্রতিমন্ত্রী পলক। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন সরকার প্রমূখ।