
সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ২০২২ ইং ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার
বাংলাদেশের ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে ২০২২ ইং ৮ই মার্চ সে উপলক্ষে সিংড়া উপজেলা চলনবিলের প্রানকেন্দ্র তিশিখালি মাজার মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়,
সিংড়া উপজেলার গ্রাম পুলিশের সভাপতি মোঃ আমির হোসেন সংবাদকর্মীদের বলেন, ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতন স্কেলের (বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫) ১৯তম ও ২০তম গ্রেড অনুযায়ী তাদের বেতন-ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে দফাদার পদধারীদের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে। কিন্তু আমরা ৪৭ হাজার গ্রাম পুলিশ এ সকল সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন, আমাদের ৮ই মার্চে ৪৭ হাজার গ্রাম পুলিশের স্বপ্ন যেনো পুরণ করেন,
নাটোর জেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন জানান, মহল্লাদারদের জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড এবং দফাদারদের ১৯তম গ্রেডে নির্ধারণ করে চাকরি জাতীয়করণ করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তীতে ওই রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আপিল আবেদনের শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।