
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দোহার ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ০৫ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৭:১০ ঘটিকা ও ০৯:৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া ও রায়পাড়া এলাকায় দুই অভিযান পরিচালনা করে ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আনোয়ার হোসেন (৪২), পিতা-দোলায়ার হোসেন, সাং-বৌবাজার, থানা-দোহার, জেলা-ঢাকা ও ২। মোঃ জুয়েল মন্ডল (২৬), পিতা-রাজ্জাক মন্ডল, সাং-রায়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া অদ্য তারিখ আনুমানিক দুপুর ১৩:০৫ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮৭ (একশত সাতাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ রাসেল বেপারী (৩৪), পিতা-মোঃ শাহ আলম বেপারী, সাং-চরবোয়াই, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি-আটি বাজার, নয়া বাজার, থানা-কেরানীগঞ্জ, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দোহার ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।