
এম মনির চৌধুরী রানা
আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্টাতা কুতুবে জামান,কুতুবুল আকতাব স্বাহেবে ক্বাশফুয়াল কুবুর হযরত মাওলানা জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ) এর আসন শরীফ সনাক্ত করেন,মাজার শরীর নির্মান,তা’জীম, জিয়ারত ওরশ ফাতেহা করার নির্দেশ দেন,আল্লাহর মহান এই অলীর মাজার শরীফ ভারতে উনি প্রায় সময় কড়লডেঙ্গা পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করতেন বলে জনাব ক্বেবলা জানিয়েছিলেন।
পরবর্তীতে এই বু-আলী কালন্দর থেকে বোয়ালখালী উপজেলা অর্থাৎ এই মহান অলীর নামে বোয়ালখালী উপজেলা নামকরণ করা হয়।
মানুষ জানে না হযরত বু-আলী কালন্দর শাহ (রহঃ)এর আসন শরীফ এইখানে কেমনে?
এই আস্তানা শরীফে কেমনে মানুষের দৃষ্টিগোচর হয়েছে? কেউ আছে বাস্তবিক জানে না আর কেউ আছে সঠিক জেনে ওহ জানায় না।
বাস্তবিক পক্ষে কোন সাধারন মানুষ নই, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্টাতা জনাব কাজী আসাদ আলী ক্বেবলা (রহঃ) এই মহান অলীর আস্তানা শরীফ চিহ্নিত করেন, এলাকার মানুষ জনকে এই মাজার শরীফ নির্মান,ওরশ শরীফ উদযাপন করার নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ অবধি এই মহান ওরশ শরীফ বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা মাজার শরীফ ময়দানে অনুষ্ঠিত হয় এবং আল্লাহর অলীদের অলোকিক ক্ষমতা (কারামত)বলে সন্ধ্যায় মহিষের গলায় চুরি দেওয়ার সাথে সাথে আশেপাশের সকল গাছের উপরে ধোয়া নির্গত হতে থাকে।
প্রতি বছর ৫ই ফাল্গুন মোতাবেক ১৮ই ফেব্রুয়ারী হযরত শরফুদ্দীন বু-আলী কালন্দর শাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।