
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন রাখী ব্যানার্জী। কচুয়ায় যোগদানের পূর্বে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) হিসাবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী ২৪ সেপ্টেম্বর প্রথমে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে।একই দিন বিকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বিসিএস এর ৩৫ তম ব্যাচে উর্ত্তীন্ন হয়। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়।