
চুয়াডাঙ্গা জেলার দর্শনা হতে বিপুল পরিমানে ইয়াবাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-৬
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জিরাট বাজারস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জিরাট গ্রামস্থ জনৈক মোজাফফর হোসেন এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোজাফফর হোসেন(৫০), পিতা- মৃত গাজী রহমান, সাং-জিরাট, ২। আব্দুর রশিদ(৫০), পিতা-মৃত নূর হক মন্ডল সাং-চন্ডীপুর, উভয় থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১,৩২০ (এক হাজার তিনশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এবং জব্দকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়েছে।