
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার মতিউর রহমানকে বদলিজনিত গনসংবর্ধনা দেয়া হয়েছে। বিকাল ৪টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও মুলাদী প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় অনুষ্ঠিত গনসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুব হোসেন, হিজলা থানা অফিসার ইনচার্জ জুবায়ের আহম্মেদ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম, জাতীয় পার্টির নেতা বখতিয়ার উদ্দিন খান ইকবাল, হিজলা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এনায়েত করিম, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব দিদারুল আহসান খান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, মুলাদী বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটির সম্পাদক বাবুল সিকদার, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আঃ রশিদ হাওলাদার, মুলাদী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মুলাদী রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, রেজা হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজা হাওলাদার, অনলাইন প্রেসক্লাব সম্পাদক শামিম সরদার, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। গনসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।