
ভুয়া ডিবি সদস্য পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও পোশাক পরিধান করে কতিপয় ব্যক্তি দস্যূতা সংঘঠনের প্রস্তুতি গ্রহণ করছে।
প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ১৯.৪০ ঘটিকার সময় আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি গ্রামস্থ হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর দক্ষিন পাশে মেইন রোড পাকা রাস্তার উপর থেকে কৌশলে ০১টি প্রাইভেটকার ও ০১ টি মোটর সাইকেলসহ আসামী ১। মোঃ মোস্তফা বিশ্বাস (৪৬), ২। সুজন শীল (২৯), ৩। শরীফুল ইসলাম (৪২), ৪। মোশারফ হোসেন (৪০) ৫। মোঃ মাহবুবুর রহমান (২৭) দের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের চ্যালেঞ্জ করলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায় তারা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছে। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করে।
আসামীদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত (১) ১টি প্রাইভেটকার, (২) ১টি মোটর সাইকেল, (৩) ১টি খেলনা পিস্তল, (৪) পিস্তলের কাভার ২টি, (৫) ১টি অকিটকি সেট, (৬) ২টি ডিবি পুলিশের কটি, (৭) ২টি হ্যান্ডকাফ, (৮) পুলিশ ফিল্ডক্যাপ ২টি, (৯) পুলিশ বেল্ট ১টি, (১০) পুলিশ ভুয়া আইডিকার্ড ১টি, (১১) মোবাইল ফোন ৪টি, (১২) হ্যান্ডব্যাগ ১টি, (১৩) পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করতঃ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।