
মোঃ আখতার হোসেন হিরন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় থানামাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুঠিপাড়া হযরত রাবেয়া বসরী (রঃ) হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে রবিবার বাদ আসর থেকে শুরু করে রাত ১১.৩০ঘটিকা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে আলহাজ্ব মাওঃ মোঃ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম রসুলপুর হযরতজীর সুযোগ্য খাদেম আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক সাহেব।
এছাড়াও আলোচনা করেন, হাফেজ মোঃ আব্দুল মোমিন কাওসারী, হযরত মাওঃ মোঃ ফরিদুল ইসলামসহ অন্যান্য ওলামায়েকেরাম। এসময় উক্ত মহিলা মাদ্রাসার ২জন হিফজ সমাপনকারী ছাত্রীকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মানী হিজাব প্রদানসহ আছিয়া বছির মেডিকেল এর সৌজন্যে সম্মামনা স্বারক ও উপহার প্রদান করা হয়েছে।