
দেলোয়ার হোসেন সোহেল আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনকে চাঙ্গা করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত করা হয়েছে। নির্বাচন ঘিরে রাজশাহী তানোর উপজেলার তালন্দ ইউপি আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে চলতি মাসের ১০ অক্টোবর বিকালে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউপির ১,২ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
ইউপি আওয়ামী লীগের সম্পাদক আবুল হাসানের সঞ্চালনা ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার, ইউপি যুবলীগের সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক মইফুল ইসলাম,ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাফিউল ইসলাম ও সম্পাদক রবিউল ইসলাম,ইউপি সদস্য খলিলুর রহমানসহ ইউপি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।