
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে গাজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড। জানা গেছে, সোমবার রাতে (৯ অক্টোবর) উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চিড়াপাড়া কালভার্টে কাছে এক যুবককে গাজা সেবন ও গাজা বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর এক ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। আদালত পরিচালনা সময় কাউখালী থানার এসআই জহিরুল ইসলাম নেতৃত্বে একটি পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। কারাদণ্ড প্রাপ্ত যুবক হলেন, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হাসান (২৫)।