
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাগেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার বিভিন্ন খাল থেকে অবৈধ ভোটা জাল, চায়না জাল, চায়না দুয়ারী জব্দ করা হয়েছে।
সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে তাই এ বিষয়ে স্থানীয়দের সচেতন হওয়ার কথাও বলেছেন তিনি।জব্দকৃত এসকল অবৈধ জাল কচুয়া উপজেলা পরিষদের সামনে এনে পুড়িয়ে দেওয়া হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।