
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা গণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শনিবার দুপুরে ভালুকা ড্রিম ওয়াল্ড পার্কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আফতাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রুবেল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিলকিছ আক্তার রুমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বাবুল মিয়া সরকার, নির্বাহী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সম্পাদক মোসতাক আহমেদ খান প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।