বাংলাদেশ ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

আদম ব্যাপারির খপ্পড়ে প্রতারিত হয়ে নিঃস্ব কাতার প্রবাসি মঠবাড়িয়ার-পাথরঘাটার ১৩ তরুণ ভূক্তভোগিদের মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৬৪১ বার পড়া হয়েছে

আদম ব্যাপারির খপ্পড়ে প্রতারিত হয়ে নিঃস্ব কাতার প্রবাসি মঠবাড়িয়ার-পাথরঘাটার ১৩ তরুণ ভূক্তভোগিদের মানববন্ধন

 

 

 

 

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা :

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আশীষ কুমার হাওলাদার নামে এক কাতার প্রবাসি আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে কাতারে গিয়ে প্রতারিত ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছে মঠবাড়িয়া ও পাথারঘাটার ১৩ তরুণ। এদের ১০ জন মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামের ও তিন জন পার্শ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের বাসিন্দা। সে সাত বছর কাতারের সসানাইয়া নামক এলাকার ৫৭ নম্বর আলবানা ষ্ট্রীটে ৩৬ নম্বর বাসায় বসবাস করে এ প্রতারণার ব্যবসা চালিয়ে আসছে।

 

 

 

 

এক লাখ টাকা বেতনে চাকুরির প্রলোভন দেখি ওই আদম ব্যাপারি অর্থ ও জমি লিখে নিয়ে এসব তরুণদের গত চলতি বছরের মাঝামাঝি কাতার নিয়ে কাজ না দিয়ে মারধর করে দেশে ফেরত পাঠায়। প্রতারণা ও নিনর্যাতনের শিকার এ তরণরা ও তাদের পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মমঠবাড়িয়া প্রেস ক্লাবের সম্মূখ সড়কে মানববন্ধন করে এ প্রতারণার প্রতিবাদ জানায়।

 

 

 

 

 

শেষে প্রতবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রতারিত পরিবারের অবস্ধসর প্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক, ভূক্তভোগি মঠবাড়িয়ার দক্ষিণ সোনাখালী গ্রামের তরুণ সমীর হালদার, রাজিব মিস্ত্রী, প্রীতম গাইন,কিশোর গোলদার, পাশ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের তরুণ পবিত্র গোলদার ও মিন্টু অধিকারি প্রমূখ।

 

 

 

 

প্রতিবাদ সভায় ভুক্তভোগি তররুণরা অভিভযোগ করেন, মঠবাড়িয়ার রআমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সতীশ হাওলাদার এর ছেলে কাতার প্রবাসি আশীষ হাওলাদার ও তার স্ত্রী নূপুর হালাদার মিলে মঠবাড়িয়া,পাথরঘাটাসহ উপক’লীয় কয়েকটি জনপদের অনন্ত ৪০ থেকে ৫০ জন বেকার তরুণদের কাতারে লোভনীয় বেতনে চাকুরি দেওয়ার কথা বলে জনপতি ৮ লাখ টাকা করে হাতিয়ে নেয়। এমন অনেকে টাকা দিতে না পারায় তাদের কাছ থেকে সমুদয় অর্থের জমি লিখেঝ নেন।

 

 

 

 

এসব কাজে আদম ব্যাপারি আশীষ এর স্ত্রী নূপুর হালদার ও ছেলে জয় হালদার সমন্বয় করে অর্থ উত্তোলনন করেন। পরে এসব তরুণদের কাতার নিয়ে একমাস রাস্তা ক্লিনার ও পরিবহনে মাল আনলোডের কাজ দেয়। একমাস কাজ শেষে এসব প্রবাসি তরুণরা কর্মহীন হয়ে পড়ে। এক পর্যায় আদম ব্যাপারি আশীষ তাদের আর কোনও কাজ দিতে না পারায় প্রবাসি তরুণ চরম অর্থ ও খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করে। এমনকি প্রতারক আশীষ কর্মহীনন তরুণদের মারধর ও মানসিক নির্যাতন চালায়। পরে বিপাকে পড়া তরুণরা তাদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে প্রাণভয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন।

 

 

 

 

মঠবাড়িয়ার তুষখালী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক অভিযোগ করেন, আমার জামাই মিন্টু অধিকারিকে ৮ লাখ টাকার বিনিময়ে আদম ব্যবসায়ি আশীষ কাতার নিয়ে কোনও কাজ না দিয়ৈ মারধার করে দেশে পাঠিয়ে দেয়। জমি বিক্র করে দালালের পাওনা দুই দফায় পরিশোধ করে আমরা এখন নিঃস্ব। আমরা এর বিহিত চাই। প্রতারক আশীষ এর বিচার ও সকল অর্থ ফেরত চাই।

 

 

 

 

উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের রাজ মিস্ত্রী সমীর হাওলাদার বলেন, কাতারে প্রতারক আশীষ এক লাখ টাকা বেতনে চাকুরি দেবে এমন প্রলেঅবনে পড়ে প্রথমে তাকে ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ দেই। পরে ৬ কাঠা জমি প্রতারক আশীষ এর নামে লিখে দেই। কাতার যাওয়ার পর কোনও কাজ সে দেয়নি। মারধর করে দেশে পাঠিয়ে দেয়। গত এক মাস আগে দেশে ফিরে এখন আমার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

 

 

 

পার্শ্ববর্তী পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের ¯œাতক শ্রেণীর ছাত্র পবিত্র গোলদার বলেন, কাতারে এক লাখ টাকা মাসিক বেতনের প্রলোভনে পড়ে পৈত্রিক জমি বিক্রি করে দালাল আশীষকে ৮ লাখ টাকা দেই। দুই দফায় ওই টাকা তার স্ত্রীর কাজে পরিশোধের পর কাতার যাই। সেখানে গিয়ে কোনও কাজ আশীষ দেয়নি। মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসি। এখন পরিবারেও মুখ দেখাতে পারছিনা। অথ জমি হারিয়ে এখন আমি হতাশায় জর্জরিত। আমি এ প্রতারণার বিচার দাবি করছি।

 

 

 

এ ব্যাপরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামমরুজ্জামান তালুকদার বলেন, আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে প্রতারণার শিকার এ তরুণর মৌখিক অভিযোগ থানায় এসছিলো। অভিযুক্ত ব্যাক্তি কাতারে অবস্থান করছে। প্রতারিত তরুণদের জনশক্তি কর্মসংসস্থান ব্যুরোতে অভিযোগের প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

আদম ব্যাপারির খপ্পড়ে প্রতারিত হয়ে নিঃস্ব কাতার প্রবাসি মঠবাড়িয়ার-পাথরঘাটার ১৩ তরুণ ভূক্তভোগিদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

 

 

 

 

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা :

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আশীষ কুমার হাওলাদার নামে এক কাতার প্রবাসি আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে কাতারে গিয়ে প্রতারিত ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছে মঠবাড়িয়া ও পাথারঘাটার ১৩ তরুণ। এদের ১০ জন মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামের ও তিন জন পার্শ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের বাসিন্দা। সে সাত বছর কাতারের সসানাইয়া নামক এলাকার ৫৭ নম্বর আলবানা ষ্ট্রীটে ৩৬ নম্বর বাসায় বসবাস করে এ প্রতারণার ব্যবসা চালিয়ে আসছে।

 

 

 

 

এক লাখ টাকা বেতনে চাকুরির প্রলোভন দেখি ওই আদম ব্যাপারি অর্থ ও জমি লিখে নিয়ে এসব তরুণদের গত চলতি বছরের মাঝামাঝি কাতার নিয়ে কাজ না দিয়ে মারধর করে দেশে ফেরত পাঠায়। প্রতারণা ও নিনর্যাতনের শিকার এ তরণরা ও তাদের পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মমঠবাড়িয়া প্রেস ক্লাবের সম্মূখ সড়কে মানববন্ধন করে এ প্রতারণার প্রতিবাদ জানায়।

 

 

 

 

 

শেষে প্রতবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রতারিত পরিবারের অবস্ধসর প্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক, ভূক্তভোগি মঠবাড়িয়ার দক্ষিণ সোনাখালী গ্রামের তরুণ সমীর হালদার, রাজিব মিস্ত্রী, প্রীতম গাইন,কিশোর গোলদার, পাশ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের তরুণ পবিত্র গোলদার ও মিন্টু অধিকারি প্রমূখ।

 

 

 

 

প্রতিবাদ সভায় ভুক্তভোগি তররুণরা অভিভযোগ করেন, মঠবাড়িয়ার রআমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সতীশ হাওলাদার এর ছেলে কাতার প্রবাসি আশীষ হাওলাদার ও তার স্ত্রী নূপুর হালাদার মিলে মঠবাড়িয়া,পাথরঘাটাসহ উপক’লীয় কয়েকটি জনপদের অনন্ত ৪০ থেকে ৫০ জন বেকার তরুণদের কাতারে লোভনীয় বেতনে চাকুরি দেওয়ার কথা বলে জনপতি ৮ লাখ টাকা করে হাতিয়ে নেয়। এমন অনেকে টাকা দিতে না পারায় তাদের কাছ থেকে সমুদয় অর্থের জমি লিখেঝ নেন।

 

 

 

 

এসব কাজে আদম ব্যাপারি আশীষ এর স্ত্রী নূপুর হালদার ও ছেলে জয় হালদার সমন্বয় করে অর্থ উত্তোলনন করেন। পরে এসব তরুণদের কাতার নিয়ে একমাস রাস্তা ক্লিনার ও পরিবহনে মাল আনলোডের কাজ দেয়। একমাস কাজ শেষে এসব প্রবাসি তরুণরা কর্মহীন হয়ে পড়ে। এক পর্যায় আদম ব্যাপারি আশীষ তাদের আর কোনও কাজ দিতে না পারায় প্রবাসি তরুণ চরম অর্থ ও খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করে। এমনকি প্রতারক আশীষ কর্মহীনন তরুণদের মারধর ও মানসিক নির্যাতন চালায়। পরে বিপাকে পড়া তরুণরা তাদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে প্রাণভয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন।

 

 

 

 

মঠবাড়িয়ার তুষখালী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক অভিযোগ করেন, আমার জামাই মিন্টু অধিকারিকে ৮ লাখ টাকার বিনিময়ে আদম ব্যবসায়ি আশীষ কাতার নিয়ে কোনও কাজ না দিয়ৈ মারধার করে দেশে পাঠিয়ে দেয়। জমি বিক্র করে দালালের পাওনা দুই দফায় পরিশোধ করে আমরা এখন নিঃস্ব। আমরা এর বিহিত চাই। প্রতারক আশীষ এর বিচার ও সকল অর্থ ফেরত চাই।

 

 

 

 

উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের রাজ মিস্ত্রী সমীর হাওলাদার বলেন, কাতারে প্রতারক আশীষ এক লাখ টাকা বেতনে চাকুরি দেবে এমন প্রলেঅবনে পড়ে প্রথমে তাকে ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ দেই। পরে ৬ কাঠা জমি প্রতারক আশীষ এর নামে লিখে দেই। কাতার যাওয়ার পর কোনও কাজ সে দেয়নি। মারধর করে দেশে পাঠিয়ে দেয়। গত এক মাস আগে দেশে ফিরে এখন আমার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

 

 

 

পার্শ্ববর্তী পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের ¯œাতক শ্রেণীর ছাত্র পবিত্র গোলদার বলেন, কাতারে এক লাখ টাকা মাসিক বেতনের প্রলোভনে পড়ে পৈত্রিক জমি বিক্রি করে দালাল আশীষকে ৮ লাখ টাকা দেই। দুই দফায় ওই টাকা তার স্ত্রীর কাজে পরিশোধের পর কাতার যাই। সেখানে গিয়ে কোনও কাজ আশীষ দেয়নি। মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসি। এখন পরিবারেও মুখ দেখাতে পারছিনা। অথ জমি হারিয়ে এখন আমি হতাশায় জর্জরিত। আমি এ প্রতারণার বিচার দাবি করছি।

 

 

 

এ ব্যাপরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামমরুজ্জামান তালুকদার বলেন, আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে প্রতারণার শিকার এ তরুণর মৌখিক অভিযোগ থানায় এসছিলো। অভিযুক্ত ব্যাক্তি কাতারে অবস্থান করছে। প্রতারিত তরুণদের জনশক্তি কর্মসংসস্থান ব্যুরোতে অভিযোগের প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে।