
মোঃআব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সন্ধ্যায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল আলীম দুলাল এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরও উপস্থিতছিলেন,
নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামরুজ্জামান মনি,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর,বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক বৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় এমপি টিটু গত ১৭ তারিখে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিশাল জনসভা সফলভাবে সম্পূর্ণ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য আহসান ইসলাম টিটুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ এক বিশাল জনসভার আয়োজন করে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সহ টাঙ্গাইলের আটটি আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ।