
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের এমপিপির পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা কমিটি পুর্নগঠন ও পীরগঞ্জে উপজেলায় দলীয় কার্যালয় শুভ উদ্বোধন। রবিবার (৮ অক্টোবর) বিকেল চার ঘটিকায় সমবায় মার্কেট দ্বিতীয় তলা বটতলী এমপিপির পীরগঞ্জে পার্টি অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এরপর পীরগঞ্জ- রানীশংকৈল দুই উপজেলা শাখা এনপিপির পূর্বের কমিটি বিলুপ্ত করে। ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো:আনিসুর রহমান দেওয়ান। যুগ্ম মহাসচিব মোঃ এমাদুল হক রানা, মোঃ শফিউল আলম রাকু। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ শাফি আল আসাদ বাপ্পি। সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা ডাঃ মোঃ রাসেদ আলম। ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি মো: রাজেদুল রাজু । সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা এনপিপির আলমগীর কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে বলেন, এ দেশে টা অন্দকারের দিকে চলছে ঠিক সেই মূহুর্তে আমার প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু তার সুদক্ষ রাজনৈতিক আলো জ্বলেছে টেকনাফে থেকে তেতুলিয়া। আরেকটি আলো ঘর পীরগঞ্জে উদ্বোধন হলো, এখান থেকে ঠাকুরগাঁও তিন আসনে কার্যক্রম পরিচালনা করা হবে।