
প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ রিপন মিয়া (৩২), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট‘কে ১৭/১০/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০২১ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০২৩ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। মামলার পর থেকে ধৃত আসামী জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।