
আবু বকর সিদ্দিক প্রতিনিধি মানিকগঞ্জ :
মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কৃষ্ণপুর ইউনিয়নের ভোট কেন্দ্র কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহ, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কুরাইশী সুমন,ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন প্রমূখ।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী কৃষ্ণপুর ইউনিয়নের উন্নয়নের কথা বলেন, এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নে, নৌকা মার্কার কোন বিকল্প নেই। শেষে নৌকা মার্কায় ভোট চেয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম।