
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা অফিস থেকে ডাকবাংলা পর্যন্ত ৩৪০ মিটার গুরুত্বপূর্ণ সড়কটির কাজ ও রাস্তা সংস্কারের কাজ ধীর গতিতে ফলে জনগণের দুর্ভোগে শেষ নেই। সময় মতো প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে উপজেলা ভূমি অফিস, বিআরডিবি অফিস, উপজেলা সমাজসেবা কার্যালয়, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার দুই পাশে।
কিছুদিন আগে সড়কটির সংস্কার ও মেরামতের কাজ শুরু হলেও হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও জনসাধারণ। রাস্তার ইট পাথর ও পিস উঠে গেছে। বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইট খোয়া দিয়ে যান চলাচলে উপযোগী করা হলেও দুর্ভোগ কমেনি। এই সড়কের পাশে ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন রাস্তার এই সংস্কার করা না কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে খুবই সমস্যা হচ্ছে। রিক্সা চালক লিটন বলেন জরাজীর্ণ রাস্তা দিয়ে রিকশা চলাচল করতে খুবই আমাদের সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ঠিকাদারকে আমি জোর তাগেদা দিয়েছি। আমি যতদূর জানি রোলার মেশিন না পাওয়ার কারণে কাজ হচ্ছে না।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তা সম্পর্কে আমি অবগত আছি, উপজেলা প্রকৌশলীকে জোর তাগেদা দিয়েছি অবিলম্বে সড়কটির সংস্কার করার জন্য।