
আরাফাত (ফেনী প্রতিনিধি)
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সেন্টাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং প্রাতিষ্ঠানিক অসাধারনতা জন্য শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর ড.এম জামালউদ্দিন আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন বিভাগে সবসময় এমন আয়োজন করে থাকে। এমন আয়োজন সত্যিই প্রশসংনীয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অনেক। তোমাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী ইউনিভার্সিটি ট্রেজরার প্রফেসর তায়বুল হক বলেন, আইন বিভাগ প্রতিবছর এমন আয়োজন করে থাকে এমন আয়োজনে মুগ্ধ হয়েছি।
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জিহাদ ও কাজী সুমাইয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন পরীক্ষার নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ, আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ, প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান, প্রভাষক কাজী তাসনিম জাহান, এডজাংক্ট প্রভাষক উম্মে হাবিবা জিতু, ফেনী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদারসহ আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।