
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে মাছ চুরি করতে গিয়ে ফিসারির কর্মচারীদের হাতে ধরা পরেন কথিত যুবদল নেতা নাজমুল। স্থানীয়রা মাছ চোরকে গনধোলাই দিলে এক পর্যায়ে তার চোরের পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় বিএনপি নেতারা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইদুল ইসলাম শেখের দিকে অভিযোগের তীর ছুড়ে। এ ব্যাপারে মৎস ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ বলেন,
গত ৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে পিটিয়ে যুবদল নেতার পা ভাঙ্গা শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। কিন্তু সত্য হলো চান্দরাটি গ্রামের সুরুজ মিয়ার ছেলে নাজমুল এলাকায় চিন্হিত চোর। তার বিরুদ্ধে গরু চুরি, মাছ চুরি সহ একাধিক মামলা রয়েছে। সে আমার ফিসারিতে মাছ চুরি করতে এলে আমার পাহারাদার সহ স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে গনধোলাই দেয়। এখানে রাজনৈতিক কোন বিষয় নেই। এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করতে কয়েকটি সংবাদ মাধ্যমে আমাকে জরিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আদতে এখানে আমার কোন দোষ নেই। আমি এহেন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন সংবাদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ReplyForward |