
প্রেস বিজ্ঞপ্তি
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানাধীন এলাকায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী ১। কদ্দুছ মিয়া (৫২), পিতা-মৃত হুন্দাই হাজী, ২। জালাল মিয়া (৩৮), পিতা-হুছন আলী, ৩। আলম মিয়া (২৪), পিতা-কদ্দুছ আলী এবং ৪। সিরাজ মিয়া (৪৩), পিতা-মৃত মতই হাজী, সাং-কামারগাঁও, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জদেরকে ১৪/১০/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছে। এরই প্রেক্ষিতে কয়েক জন মিলে প্রাণ নাশক দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে বাদীর লোকজনের উপর হামলা করলে বাদী পক্ষের লোকজন গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বাদীর ভাই ইউসুফ এবং উস্তার আলীকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। সংঘর্ষের ঘটনায় হত্যার স্বীকার ইউসুফ এর ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধৃত আসামিগন বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকী প্রদান করে। পরবর্তীতে র্যাব-৩ এর একটি চৌকষ গোয়েন্দাদল উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীরর বংশাল এবং ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।