
শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর: ইউএনও শান্তনু কুমার দাশ
রাজস্থলী
শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। যার ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ‘বিশ্ব শিক্ষক দিবসে তিনি এ কথা বলেন।
ইউএন ও বলেন, বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে আমি সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।তিনি আরো বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা দেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিল। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা।
শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) তরিৎ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা, ঘিলাছড়ি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তনচংগ্যা প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।