
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকালে (২০ নভেম্বর) সার্ভেয়ার এইচ. এম. মাসুদ ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা স্বপন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমরা জনগণের সেবক আমাদের চাকরি বদলি জনিত। আমরা যেখানেই থাকি না কেন আমরা সবসময় চেষ্টা করব সাধারণ জনগণ আমাদের দ্বারা কোন কষ্ট না পায়।