
রাকিব হাসান চিশতী নিজামী জামালপুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে সদর উপজেলার প্রার্থীদের মধ্য থেকে নৌকার মনোনয়ন প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার দিগপাইত মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সাধারণ ভোটার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর ইসলাম উজ্জল, শেখ মোহাম্মদ আল আমিন, জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান, মফিজুর ইসলাম লোমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জামালপুর সদর উপজেলা থেকে যারা নৌকার মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের মধ্য থেকে একজনকে নৌকার মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।