
বাউফল প্রতিনিধি,
বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের মৃধার বাজারে দোকানে সন্ত্রাসী হামলা করে টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৮ নভেম্বর আনুমানিক রাত ১ টায় বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃধার বাজারে আলামীন মৃধার দোকানে সন্ত্রাসীরা হামলা করে প্রায় ১৭ হাজার টাকা লুটকরে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় সন্ত্রাসীরা আলামীন মৃধার দোকান ঘরের বেড়া রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ভেঙ্গে ফেলেছে, দোকান মালিক অভিযোগ করেছেন সন্ত্রাসীরা তার দোকান থেকে ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করেছে। এ হামলায় কারা জরিত জিজ্ঞেস করলে আলামিন বলেন কোপাকুপির শব্দ পেয়ে আমি এসে দেখি স্থানীয় মাদকসেবি ও সন্ত্রাসী
রবিউল (৩০) রেজাউল (২৮) জাহিদুল (২৫) ও ইমরান চলে যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য সাইফুল হাওলাদার বলেন প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এই অসহায় ছেলেটার দোকান লুট করেছে, এই সন্ত্রাসীদের যথাযথ বিচার চাই।
৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান গাজীকে ফোন দিলে সে বলেন এ ব্যপারে আমাকে কেউ জানায়নি।