
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
কচুয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো(উফশী)ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৮ নভেম্বর সকাল ১১ টায় কচুয়া উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতীয় উফসী বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষক বৃন্দ।
উপজেলার ১ হাজার ৮ শত জন কৃষকের মাঝে ৯ টন বীজ, ১৮ টন ডিওপি সার ও ১৮ টন এমওপি সার বিতরণ এর উদ্বোধন করা হয়।