
হিজলা উপজেলা প্রতিনিধি:
হিজলায় বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল করেছেন ড. শাম্মি আহম্মেদ। আজ বুধবার দুপুর ২টায় উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সূদীপ্ত কুমার সিংহ’র কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় সাংবাদিকদের এক সাক্ষাতেকারে তিনি বলেন হানাহানি বন্ধ করে ভ্রাতিত্বের সমাজ প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যহত রাখতে আমাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে হিজলা মেহেন্দিগঞ্জকে একটি উন্নত জনপদে রুপান্তিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ-সভাপতি নজরুল ইসলাম মিলণ, আবুল খায়ের, সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলব্দুল লতিফ খান, দপ্তর সম্পাদক শম্ভু চন্দ্র দেবনাথ, সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল মাস্টার, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহসান হাবিব হিরণ হাওলাদারসহ অনেক নেতাকর্মী। কয়েক হাজার নেতাকর্মী মুহুমুহু মিছিলে মিছিলে উপজেলা প্রকম্পিত করে তোলে।