
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:২৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বউবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এসএমপি সিলেট জেলার শাহপরান (রঃ) থানার মামলা নং- ২৬, তারিখ-১০/১০/২০২৩, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/৫০৬ দন্ডবিধি; পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম সাদেক মিয়া ’কে (২৮) লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি তানিয়া বেগম (২৬), স্বামী- জসিম মিয়া, সাং- শাহজালাল উপশহর (তেররতন মুছাব্বির মিয়ার কলোনী), থানা- শাহপরান (রঃ) জেলা-সিলেট’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।