
মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরের ডাকবাংলো হলরুমে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু খালেদ বুলুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ নওগাঁ -৩ আসনের বাংলাদেশ আওয়ামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিঃ সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী (সৌরেন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল আলম খান, নওগাঁ জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক প্রদীব কুমার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ জিনাত রশিদ আজাদ, এস এম হেলাল বারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ এফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য শংকর কর্মকার লেবু, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সিনিয়র সহঃ সভাপতি এস এম মুনিরুল ইসলাম সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজওয়ানুল করিম সুজন, সদর ইউপি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদ, উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক মমতাজ বেগম,
উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাহেলা চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সম্পাদক জাহিদ হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সালমান হোসেন, বালুভরা ইউপি আওয়ামী লীগের সহঃ সভাপতি সুকোমল কর্মকার, বালুভরা আরবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুত্তালিব (দুলাল), মিঃ সৌরেনের বড়ভাই আপেল চক্রবর্ত্তী,ভাগ্নে প্রলয় চৌধুরী পলু, কোলা ইউপির চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন, রবিউল অনলাইন কম্পিউটার সেন্টার এ-র পরিচালক ও তার একনিষ্ঠ কর্মী মোঃ রবিউল আউয়াল,ভান্ডারপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় এর শিক্ষক কালিপদ মাষ্টার, আব্দুল মুত্তালিব
বালুভরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাজু হোসেন, সম্পাদক চঞ্চল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক শাহিন হোসেন, কাজল দেবনাথ, আহসান হাবীব উজ্জ্বল, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া পলাশ মাষ্টার, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নয়ন হোসেন, আধাইপুর ইউপি আওয়ামী লীগের সদস্য ও বদলগাছী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ সুইট, শাকিল হোসেন,রুমন হোসেন, শরন চন্দ্র, গণেশ চৌধুরী, আনোয়ার হোসেন, দিলীপ মহন্ত, গোলাম রাব্বানী, মোঃ মুনিরুজ্জামান, সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি /সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার আলো নিউজ বদলগাছী উপজেলা প্রতিনিধি ও বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক দৈনিক বর্তমান দেশবাংলার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশিক হোসেন, সেন্টাল প্রেসক্লাব বদলগাছী উপজেলা শাখার সহঃ সভাপতি এস এম মোস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান সবুজ।
উক্ত সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ নওগাঁ -৩ আসনের বাংলাদেশ আওয়ামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিঃ সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী (সৌরেন)তার বক্তৃতাকালে তার শিক্ষা জীবন, কর্মজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন তুলে ধরেন।
এছাড়া ও তিনি আরও বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমি নির্বাচিত হলে মহাদেবপুর-বদলগাছীকে মডেল উপজেলায় পরিণত করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।