
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে সোমবার দুপুরে (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জাকারিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান তুহিন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির। উল্লেখ্য কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া কাউখালী থানা থেকে বরিশালের মুলাদি থানায় বদলি হয়েছে।