
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুত তম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ’এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ দুপুর ০২.৩০ ঘটিকায় সদর থানাধীন ১ নং রেল গেইট সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্স এর বিপরীতে রেলওয়ে টিনশেড মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কম্পিউটার এর হার্ডডিক্স এ অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ১। মোঃ রবিন দেওয়ান (৪২), পিতা- মৃত ওসমান গণি দেওয়ান, সাং- ২নং আবাসিক এলাকা, র্যালি বন্দর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ সোবাহান @ শান্ত (৪০), পিতা- মৃত আব্দুল কালাম, সাং- ৪১ নং বি কে রোড, শীতলক্ষ্যা, তোলারাম মোড়, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মাসুদ রানা (৩৮), পিতা- মৃত মোঃ শুক্কুর আলী, সাং- খানপুর, মেইন রোড, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রবিন দেওয়ান (৪২), ২। মোঃ সোবাহান @ শান্ত (৪০), ৩। মাসুদ রানা (৩৮) অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ….স্বাক্ষরিত…. সনদ বড়ুয়া এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ।