
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সড়ক পরিবহন আইনে আলাদা আলাদাভাবে উপজেলার দুইটি স্পটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় (২৮ ডিসেম্বর) উপজেলার কচুয়াকাঠি সড়কে মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকার কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বেকুটিয়া ব্রিজের ঢালে ট্রাকের ভিতরে মালামাল ওভারলোড থাকার কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।