
মোঃ আবদুল্লাহ বুড়িচং:
৪৩তম বিসিএস পরীক্ষায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত মালেক ভুঁইয়ার ছেলে মোঃ মামুনুর রশিদ ভুঁইয়া। কৃষক পরিবারের বিসিএস পরীক্ষায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হওয়ায় দক্ষিণ শ্যামপুর গ্রামের লোকজননের মধ্যে উৎসব বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানায় যায়, মোঃ মামুনুর রশিদ ভুঁইয়া সাদকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১০ সালে সোনার বাংলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করে। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করেন। ৪৩তম বিসিএস পরীক্ষায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।
মোঃ মামুনুর রশিদ জানান, তার নিজের প্রবল ইচ্ছা ছিল বিসিএস কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশের খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি উন্নয়ন ও কৃষি সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিণির্মাণে অবদান রাখবে। গ্রামের ছেলে হয়ে কৃষি ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি কৃষিভিত্তিক পরিবারে জন্ম গ্রহন করেন এবং তার বাবা একজন প্রকৃত কৃষক ছিলেন। পারিবারিক আর্থিক টানাপোড়নের মধ্যে কৃষক বাবা মারা যায়। তার বড় মেঝ রশির ভুইয়া, বড় ভাই হুমায়ুন ভুইয়া ও মায়ের মানসিক এবং আর্থিক সহযোগীতার কারণে আজকের এই সফলতা অর্জন হয়েছে। তিনি ক্যাডার সার্ভিসে যোগদান করে কৃষি প্রধান বাংলাদেশের কৃষিতে উল্লেখযোগ্য অবধান রাখতে চায়। গ্রামের তরুণ সমাজকে অনুপ্রেরণা, পরামর্শ ও সহযোগীতার মাধ্যমে এগিয়ে নিতে এবং শিক্ষিত যুব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
তার মেঝ ভাই বশির ভূঁইয়া বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমার ভাই বিসিএস ক্যাডার হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুপারিশ প্রাপ্ত হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি। আল্লাহ আমাদের কষ্টের বিনিময়ে পুরষ্কার প্রদান করেছেন।