
মোঃ আবদুল্লাহ বুড়িচং
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন জরইন গ্রামের কৃতি সন্তান ও প্রবাসী কামাল হোসেন কাকন ইংরেজি নতুন বছর-২০২৪ উপলক্ষে উপজেলাবাসীসহ দেশ ও বিদেশের সকলকে ইংরেজি নতুন বর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।
রবিবার (৩১ ডিসেম্বর) শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতিসম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনও-বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যামে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা জোগায়।
নববর্ষ সকলের মাঝে জাগিয়ে তুলে নতুন আশা, নতুন সম্ভাবনা। খ্রিষ্টীয় নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ। হ্যাপি নিউ (ইয়ার ২০২৪ইং)