
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের দেউলমূড়া এন আর টেকনিক্যাল স্কূল এন্ড কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) প্রতিষ্ঠানটিতে দিনব্যাপি এসকল কর্মসূচি পালিত হয়।
সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেউলমূড়া এন আর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে, শুভেচ্ছা বিনিময়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম নান্নু এসময় অত্র কলেজ থেকে যাহারা পাস করে মেরিন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষিকা মোছাঃ রুবা খাতুন সহ সকল শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।