

পঞ্চগড় ০১ টি সরীসৃপ জাতীয় জীবন্ত তক্ষক/টক্কর উদ্ধারসহ সিরাজুল ইসলাম (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পঞ্চগড়ের গত বুধবার ১৭/০১/২০২৪ সময় ১৭:৫০ ঘটিকায় পঞ্চগড় ডিবির একটি টিম এসআই লিপন কুমার বসাক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বোদা থানাধীন বোদা থানাধীন ০৬ নং মাড়েয়া ইউনিয়নের বোয়ালমারী ডাঙ্গাপাড়া গ্রামস্থ মাড়েয়া হতে পঞ্চগড় গামী পাকা রাস্তার ছোট ব্রীজের উপর অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপরে বর্ণিত ঘটনাস্থলে একজন ব্যক্তি তক্ষক সদৃশ্য সরীসৃপ জাতীয় প্রাণী নিয়ে ভারত পাচার করার উদ্দেশ্যে অবস্থান করিতেছেন উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে আসামি মো:সিরাজুল ইসলাম (৪০), পিতা-মো: আবুল হোসেন, সাং-হরিনিমাই পাড়া, পাঁচপীর ইউনিয়ন, থানা- বোদা, জেলা- পঞ্চগড় নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার হেফাজত হতে ০১ টি সরীসৃপ জাতীয় জীবন্ত তক্ষক সদৃশ্য প্রাণী যাহা লম্বা ০৮ইঞ্চি, গায়ের রং ধূসর বাদাম জব্দ করা হয়। এ সংক্রান্ত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বোদা থানায় এজাহার দায়ের করলে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।