
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন স্বপ্নের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম হাসান ঈমন।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে এমপির নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় স্বপ্নের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সাথে তার বড় বোন মাহমুদা বেগম ও তার ভাবি সাথে ছিলেন।
স্বপ্নের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম হাসান ঈমন বলেন, এমপির সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ ছিলো আমাদের পারিবারিক ব্যক্তিগত। তিনি এবং আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ে থেকে একসাথে লেখাপড়া করেছেন। তার সাথে আমার বাবার সাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব ভালো সম্পর্ক ছিলো। আমাদের পরিবারের সাথে তার সাথে পূর্ব থেকে ভালো সম্পর্ক। তিনি আমাদের বাড়ির মাটির রাস্তাটা পাকাকরণ করে দেওয়ার কথা জানান। তিনি এমপি নির্বাচিত হওয়ায় রাজাপুরের ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে।
সৌজন্যে সাক্ষাতে ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম এমপি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমার সাথে কারো সাথে খারাপ সম্পর্ক নেই সবার সাথে ভালো সম্পর্ক তাই তো মানুষ আমার কাছে আসে। আমিও চাই সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। যাতে মানুষ কাউকে খারাপ বলতে না পারে।