
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের
মঠবাড়িয়ার নাগ্রাভাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে কৃষক মো. ফারুক ফরাজী তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার গো’খাদ্য ধানের কুটা (খড়) পূর্ব শত্রুতার জেরে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মো. ফারুক ফরাজী ওই গ্রামের মৃত আ. লাতিফ ফরাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক ফরাজীর বাড়ির উঠানে আমন ধানের কুটা গরুর খাবারের জন্য শুকিয়ে জমা করে রাখা ছিল। মঙ্গলবার রাতে কে বা কারা কুটায় আগুন লাগিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুন শুকনা কুটায় ছড়িয়ে পরে। বাড়ির লোকজন টের পেয়ে পানি দিয়ে নিভানোর আগেই সম্পূর্ণ ভষ্মিভুত হয়।
স্থানীয় চৌকিদার মো. মহিব্বুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখেন সম্পূর্ণ কুটা পুড়ে ছাই হয়ে গেছে। মো. ফারুক ফরাজী পূর্ব শত্রুতার জেরে কুটায় আগুন দেয়ার
অভিযোগ করে জানান, প্রায় ৫ একর জমির অর্ধ লক্ষাধিক টাকার আমন ধানের কুটা বর্ষাকালে গরুর খাবারের জন্য জমা করে রেখেছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কুটায় আগুন লাগার খবর মৌখিকভাবে জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।