
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় বাঁধাল ইউনিয়নের সামনে বিলকুল নামক স্থানে মোড়েলগঞ্জগামী একটি মিনি পিকআপের সাথে মোড়েলগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব ১৫-২৮৫৪ নম্বরের আরমান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রাজিয়া এন্টারপ্রাইজ নামের খুলনা মেট্রো-ন ১১-১৮৫৬ নামের মিমি পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে এবং আরমান পরিবহনের ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় পিকআপ চালক বাবলু শিকদার মারাত্মক ভাবে আহত হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
পিকআপে থাকা কামাল শেখ নামে আরো একজন আহত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত পরিবহনের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ মোতায়েন রয়েছে। পরিবহন ও ক্ষতিগ্রস্ত পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।স্থানীয়রা জানিয়েছেন,ঢাকা গামী আরমান পরিবহনের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলের যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।