
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ১ হাজার ৫ শত হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজ্বী মোঃ রফিকুল ইসলাম। ৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হাজ্বী মোঃ রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে হাজ্বী মো: রফিকুল ইসলামের এ শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।