
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর অভিযানে ঢাকার লালবাগ ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ আসামি গ্রেফতার।
গতকাল ১৩ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২১:৫৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ টি চেক প্রতারণা মামলায় ০২ বছর ০৪ মাসের সাজাপ্রাপ্ত ও ১২,৮০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত এবং অপর ০৮টি চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জাহিদুল ইসলাম @ হান্নান (৪৫), পিতা-মৃত আব্দুর রাজ্জাক হাওলাদার, সাং-দক্ষিণ খেজুরতলা, থানা-সদর, জেলা-বরগুনা, বর্তমান ঠিকানা-লালবাগ, বড়ভাট মসজিদের পার্শ্বে, থানা-লালবাগ’কে গ্রেফতার করে।
এছাড়া একই তারিখ, আনুমানিক ২১:১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে যৌতুক নিরোধ আইনের মামলায় ০২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৭০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলমগীর হোসেন (৩৪), পিতা-মোঃ আঞ্জু মিয়া, সাং-পংধুলন, দক্ষিণপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উপরোক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।