
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাজস্থলীতে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২, আহতদের খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় বলে জানান স্হানীয়রা। ঘটনাটি ঘটে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি- রাজস্থলী প্রধান সড়কের গাইন্দ্যা যাত্রী চাউনির পার্শ্ববর্তী কাঠাল বাগান এলাকায়।
(১৯ মার্চ) দুপুর ১-৩০ ঘটিকায় ইসলামপুর বাজার থেকে আসার পথে মাহিন্দ্রা উপজেলা খাদ্যগুদামের মাল বাহী ট্রাকের (ফরিদপুর-ট ১১-০১৭০) মুখোমুখিতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা চালক হ্লাথোয়াইচিং মারমা (৩৭) মারা গেছে।
উপজেলা খাদ্যগুদামের মাল বাহী ট্রাকটি রাঙ্গামাটির রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল এবং মাহিন্দ্রা গাড়ীতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে তারা উভয় রাজ বিলা ইউনিয়নের বলে জানান ঘটনা স্থলে থাকা স্হানীয় জনগন। নিউজ লেখা পর্যন্ত লাশ রাজস্থলী থানায় ছিল।
রাজস্থলী, চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দৈনিক বাংলার আলো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিন্মায় রয়েছে। একজন মাহিন্দ্রা চালক নিহত ও গুরুতর আহত ২ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) পাঠানোর ব্যবস্থা করেছি।