
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, পল্লী বিদ্যুৎ ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। সভায় দিবসটি যথাযথভাবে পালন করার জন্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে বর্ণমালা শোভাযাত্রা আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোকসজ্জা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হইবে।