
মোঃ অপু খান চৌধুরী।।
গতকাল ১৯ মার্চ দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরে পানিতে ডুবে ফারিয়া সুলতানা ( ৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ফারিয়া আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।
ব্রাহ্মনপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন জানান, স্থানিয় লোকজন দুপুরে বাড়ীর পাশের পুকুরের পানিতে এক শিশুর লাশ ভাসমান অবস্তায় দেখতে পায়। স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত ফারিয়া সুলতানার বয়স ১৫ মাস হওয়ার পর তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে উভয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়।
এরপর থেকে তাকে তার খালা ব্রাহ্মণপাড়া গ্রামের ফিরোজা বেগম লালন পালন করে আসছে।
ঘটনার দিন ফারিয়া সুলতানা কোন এক সময় খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থানে গিয়ে নিহতের লাশ শোরত হাল রিপোর্ট তৈরী করে এবং ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে মর্গে প্রেরণ করে।