
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি (বারটান) আঞ্চলিক কার্যালয় হলরুমে ইনস্টিটিউ গবেষণা ও প্রশিক্ষণ (বারটান) আঞ্চলিক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আহবায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাজিবুল ইসলাম শামীম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান রওশনারা আলম সাংবাদিক এনামুল হক স্বাধীন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি, আব্দুল হালিম মন্ডল যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি ও সভাপতি রাজশাহী বিভাগীয় শাখা।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রংপুর বিভাগীয় শাখার সিনিয়র সহ সভাপতি ও গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট্ সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক বজ্র কথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, বাংলাদেশ শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, সিরাজগঞ্জ জেলা সভাপতি ও দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক উপাধ্যক্ষ হাসান ইমাম, ঠাকুরগার জেলা শাখার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, রেজাউল করিম মাসুদ, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলার তিনি ওর সাংবাদিক কবি ও লেখক সেবু মুস্তাফিজ, হাবিবুর রহমান, শিল্পী আক্তার, পারভিন আক্তার, জাকির হোসেন, সাংবাদিক মোস্তাফা মিয়া সহ আরো অনেকেই প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীনের সভাপতিতে উক্ত সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা শেষে সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম সরকারের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এরপর মুক্ত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সম্মেলনে বক্তাগন বলেন, সাংবাদিকদের অধিকার গুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, সেই সঙ্গে দেশে প্রতিনিয়ত শত শত সাংবাদিক লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে এবং ডিজিটাল নিরাপত্তার নামে মিথ্যা মামলার শিকার হচ্ছেন। দেশ জাতি ও মানবতার সেবায় নিয়োজিত যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি সহ ন্যায় বিচারের জোর দাবী জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব কে আরো শক্তিশালী গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল কাফি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ অলিউর রহমান ঝিনুক, পীরগাছা উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু প্রমূখ।
নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সম্মেলন আয়োজক সাংবাদিকবৃন্দ। সম্মেলন শেষে নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দদের নিয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ারচায়ের কবর জিয়ার করা হয়।